জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশসেরা চাটমোহরের তমজিত


চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার তমজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশসেরা হয়ে স্বর্ণপদক লাভ করেছে চাটমোহরের তমজিত কর্মকার। প্রতিযোগিতার ‘খ’ বিভাগে মাটির কাজে সেরা হয়ে তমজিত এই স্বর্ণপদক লাভ করে। সম্প্রতি (৮ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাজমা মোবারেক,বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম প্রমুখ। তমজিত কর্মকার পুরস্কার অর্জন করায় বাংলাদেশ শিশু একাডেমির তালিকাভুক্ত শিল্পীর মর্যাদা লাভ করেছে।
দেশসেরা তমজিত কর্মকার চাটমোহর ডিএ জয়েন উদ্দিন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র এবং চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তন্ময় কর্মকারের ছেলে।