জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ


অজয় ঘোষঃ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী এলাকার অসহায় দুস্থ দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রচারনাও চালানো হয়।