প্রেস বিজ্ঞপ্তি : জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষ্যে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবভোজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর চারখুটার মোড় হড়গ্রাম নতুনপাড়া জামে মসজিদ সংলগ্নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, মহানগর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ববিন খান, টিয়া, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়, ফয়সাল, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।