মো.পাভেল ইসলাম, স্টাফ রিপোর্টার: গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণ ও শহীদ আত্মার মাগফিরাত কামনা করে রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৪ নভেম্বর) শুক্রবার বাদ আসর তালাইমারী বাজারে ২৫ নং ওয়ার্ড কার্যালয়ে মোঃ তরিকুল আলম পল্টুর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা কামাল হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সদস্য, আশিষ তরীর্দে সরকার অর্পণ,মতিহার থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো.আনোয়ার হোসেন মিঠু,সদস্য মো.ইউসুফ আলী,২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান,বাংলাদেশ ছাএলীগ মহানগরের সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ,ওয়ার্ড সহকারী মো.আলগীর,কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।