অজয় ঘোষ, রাজশাহী: জেল হত্যা দিবসে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুস্পস্তবক অপর্ণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। মঙ্গলবার সকালে নগরীর কাদিরগঞ্জস্থ পরিবারিক গোরস্থানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানে সমাধীতে পুস্পস্তবক অপর্ণ করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও রাজশাহী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, আজিবুর রহমান ও রাজশাহী সার্ভে ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হোসেন। পুস্পস্তবক অপর্ণে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুস্পস্তবক অপর্ণ শেষে নগরীর লক্ষ্মিপুর মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তক অপর্ণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর পর রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।