জয়পুরহাটে ১টি কলেজসহ ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ


কাজী মাসুদুর রহমান, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি কারিগরি মহিলা কলেজসহ ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল, ল্যাপটপ, প্রজেক্টর, স্ক্রিন ও ষ্ট্যান্ড।  বৃহস্পতিবার দুপুর ১১.৩০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করা হয়। 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউ.জি.ডি.পি) এর আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুমে উন্নয়ন করণের লক্ষ্যে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থনীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় জয়পুরহাট সদর উপজেলার ১টি কলেজ (বিজ্ঞান ও প্রযুক্তি কারিগরি মাহিলা কলেজ) সহ ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, মোঃ আব্দুর রউফ, উপজেলা সহকারি মাধ্যমিক অফিসার ও জাইকা প্রতিনিধিসহ অন্যান্যরা।