ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ‘খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় রংপুর বিভাগ সংবাদিক সমিতির উদ্যোগে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ধাপে এ খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোা. মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, রংপুর বিভাগ সমিতির প্রতিনিধিরা।
সমিতির নেতারা জনান, পরবর্তীতে জেলার আরও দুইটি উপজেলায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।