স্টাফ রিপোর্টারঃ ঢাকায় দিনব্যাপী “যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার মহাখালী ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। উপস্থাপন করেন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এরপর উন্মুক্ত আলোচনার মধ্যে দিয়ে প্রথম অধিবেশনে সমাপ্ত ঘটে।
দ্বিতীয় অধিবেশনের বক্তব্য রাখছেন, সিপিডি (সংলাপ ও প্রচার) যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। এরপর গোল টেবিল আলোচনা বক্তব্য রাখেন, দ্যা বিজনেস স্টান্ডার্স সম্পাদক ইনান আহমেদ, দৈনিক প্রথম আলো অনলাইন প্রধান শওকত হোসেন মাসুম। মূল আলোচনা করেন, দ্যা ডেইলি স্টার মাল্টিমিডিয়া প্রধান অনন্ত ইউসুফ। পর্যবেক্ষণ উপস্থাপনা করেন, ডিবিসি সম্পাদক প্রণব সাহা। সমাপনী বক্তব্য রাখেন, নাগরিক প্ল্যাটফম আহ্বায়ক ও সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পরে সনদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।
এ সময় সিপিডি’র সংলাপ সহযোগী রিফাত বিন আওলাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালায় দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আকাশ ঘোষ সহ দেশের বিভিন্ন জেলার ৩৮ যুব সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।