নাটোর প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৮ম দফা দুই দিনের কর্মসুচির দ্বিতীয় দিনে হরতাল ঢিলেঢালা ভাবে চলছে নাটোরে। বৃহস্পতিবার সকাল থেকে বাস টার্মিনালগুলো থেকে দুরপাল্লার একটি কোচ ছেড়ে গেছে। তবে কোচ কাউন্টার খোলা থাকলেও যাত্রী সংকটে পড়েছে তারা। কাউন্টার মাষ্টাররা বলছেন যাত্রী হলেই তারা গাড়ি ছাড়বেন।
অন্যান্য দিনের অবরোধ ও হরতালের চেয়ে আজ আন্তঃজেলা পরিবহনের বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বেড়েছে। লেগুনাসহ ছোট ছোট যানবাহনও চলাচল বেড়েছে। সকালের দিকে শহরের কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। এছাড়া দোকান পাট ও ভ্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে।