তানোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


তানোর প্রতিনিধি : ‘সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে’ তথ্য অধিকার সংকটে হাতিয়া’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়।

সোমবার(২৮ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবির খোন্দকার।

তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুসহ বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন এলাকার সুধিজন ও স্থানীয় সাংবাদিকরা।