তানোরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন


তানোর প্রতিনিধি:  তানোরে ‘দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালন করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। তানোর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

এসময় তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত থাকলেও স্থানীয় সাংবাদিকদের ডাকা হয়নি। এবিষয়ে যোগাযোগের জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর’ মোবাইলে একাধীকবার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করে নাম্বার বিজি করে দেয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।