সাইদ সাজু, তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আনুষ্ঠানিক ভাবে আরএফএল’র কোম্পানির বিভিন্ন পণ্যের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তানোর পৌর এলাকার আনন্দ সিনেমা হল মোড়স্থ্য আরএফএল’র শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে শো-রুমের উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরএফএল কোম্পানীর তানোর শো-রুমের স্বত্তাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভায় আ’লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল বাসার সুজন।
তানোর পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জামান, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রামিল হাসান সুইট প্রমুখ।
এসময় তানোর গোল্লাপাড়া বাজারের ব্যবসায়ীসহ আরএফএল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।