তানোর প্রতিনিধি : তানোরে ২হাজার পিস ইয়াবা ৩০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর দিনভর বিভিন্ন স্থানে চাভিযান চালিয়ে রাতে তানোর থানায় মামলা দায়েরের পর আটক দুজনকে থানা পুলিশে সোপর্দ করেন।
এরা হচ্ছেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নকিমুদ্দিন বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম কাজল (৩৯), একই উপজেলার ছোট হাদিনগর গ্রামের মৃত কফিল উদ্দিন মেম্বারের ছেলে জিয়াউর রহমান (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া অপস এন্ড ইন্টিলিজেন্টস সেল-৪ এর ব্যাটালিয়ান পুলিশের এসআই আতাউর রহমান সংগীয় পোর্সসহ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার যুগিশো মোড়ের কাছে উৎপেতে অপেক্ষা করা অবস্থায় তাদেরকে ২হাজার পিস ইয়াবা ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বগুড়া অপস এন্ড ইন্টিলিজেন্টস সেল-৪ এর ব্যাটালিয়ান পুলিশের এসআই আতাউর রহমান বাদি হয়ে সোমবার রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন এবং আসামী হস্তান্তর করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়ে।
অপর দিকে তানোর থানার এসআই সানোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের বিত্তিতে তালন্দ উপর পাড়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী তালন্দ উপর পাড়ার মৃত চরন টুডু’র ছেলে নিপেন টুডু (৪০) কে ৩০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করেন।