তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সরকারী কর্মকর্তাগণের সঙ্গে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৭ নভেম্বর মঙ্গলবার তানোর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অ্যাডভোকেসি প্লাটফর্মের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থাকলেও গনমাধ্যম কর্মিদের ডাকা হয়নি।