তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুর্নবাসন ও প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
(১৭ই নভেম্বর) মঙ্গলবার তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি প্রনোদনা তুলে দেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইষ চেয়অরম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু প্রমুখ।
জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকায় তিন হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনা মুল্য সার-বীজসহ ১৩ প্রকারের কৃষি উপকরণ বিতরণ করা হয়।