তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামার গাঁ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ মিঞার অকাল মৃত্যুতে গভীর শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৫ মে বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কামার গাঁ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আলাউদ্দিন আলী প্রামানিক এর সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, কামার গাঁ বাজার বনিক সমিতির সভাপতি জুয়েল শেখ, কামার গাঁ ইউপি সদস্য তোফায়েল আহমেদ,
কামার গাঁ ইউপি সদস্য লুৎফর রহমান, কামার গাঁ ইউপি সদস্য এন্তাজ আলী, কামার গাঁ ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, কামার গাঁ ইউপি সদস্য আনিরুল ইসলাম, কামার গাঁ ইউপি সদস্য শরিফুল ইসলাম রাজা, কামার গাঁ ইউপি সদস্য বকুল সরকার, কামার গাঁ ইউপি মহিলা সদস্য বেলী, জামেলা বেগম, রশিদা বেগম সহ অন্যরা।
শোক সভায় বক্তাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এতে দোয়া ও ধর্মীয় আলোচনা করেন কামার গাঁ হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম।
প্রসঙ্গত, ৬নং কামারগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা (ফরহাদ) গত ৩০ এপ্রিল ভোর ৫.৩০ মিনিটে হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।