তানোরে পৌর এলাকার কালীগঞ্জ হাটে প্রবেশের ১শ’ গজ রাস্তা কাঁদা পানিতে ভরা চরম দুর্ভোগ


সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের প্রবেশের ভাঙ্গা রাস্তা দীর্ঘদিন (মেরামত) সংস্কার না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীসহ এলাকাবাসী।

এলাকাবাসীসহ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটে প্রবেশের একমাত্র রাস্তাটির মাত্র ১শ’ গজ রাস্তা দীর্ঘদিন থেকে ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে।

দু’পার্শ্বে মার্কেট থাকায় এবং ড্রেন নির্মান না করায় পানি বের হতে না পারায় রাস্তাতেই জমে থাকার কারনে রাস্তাটি ভেঙ্গে মাটির রাস্তায় পরিনত হয়ে ছোট বড় কাঁদার গর্ত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘদিনেও (মেরামত) সংস্কার করেননি।

ফলে যান-বাহন চলাচলের সময় গর্তে আটকে যাচ্ছে এবং পানি ছিটকে গিয়ে দোকানীসহ পথচারীদের গায়ে পড়ছে। সেই সাথে পথচারীদেরকে প্রতিনিয়তই বিড়াম্বনায় পড়ছেন। রাস্তার গর্তে পানির সাথে জমে থাকা কাঁদার মধ্যেই দিয়েই বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাসহ পথচারীদের।

এনিয়ে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ওই স্থানে দু’পার্শে¦ ড্রেন নির্মান ও রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা নেয়া হচ্ছে।