তানোরে ফেন্সিডিলসহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ৬


তানোর প্রতিনিধি : তানোরে ফেন্সিডিলসহ বিভিন্ন ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এরা হলেন, ৩বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ধানোরা কাজিপাড়ার কামাল হোসেনের ছেলে আপেল মাহমুদ (২৮), গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী ঠাকুর পুকুর গ্রামের আকরাম হোসেনের ছেলে ইমন হোসেন (২০), তার ভাই ইমরান হোসেন (২৫), রায়তান বড়শো গ্রামের শাহিন আলীর ছেলে সাগর হোসাইন (২০), একই গ্রামের মানাউল্লাহ্ সরকারের ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং একই গ্রামের এমাজ উদ্দিন মুক্তার হোসেন(২৬)। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে গেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।