সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোরে সাজা প্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম খান আতাউর রহমান বাবু (৪০)। সে তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, তার বিরুদ্ধে একটি মামলায় আদালত সাজা প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো।
গত (২৬ শে জুন) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।