সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোরে সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার ৩ পলাতক আসামী গ্রেপ্তার করা হয়েছে। আজ (১০ই আগষ্ট) সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন, তানোর উপজেলার দেবীপুর গ্রামের ইসাহাক মন্ডলের ছেলে রাজিব আলী (২৭) একই গ্রামের আবুল কাশেমের ছেলে ফিরোজ কবির (৩৮)। এদের বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। গত (৯ই আগষ্ট) রোববার রাতে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
অপর দিকে রোববার বিকালে তানোর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় তানোর উপজেলার সিধাইড় সোনার পাড়া গ্রামের মৃত হারাধন সরকারের ছেলে হাবিবুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেন। পরে তাকে তানোর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ১বছরের সাজা প্রদান করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।