![](https://1.bp.blogspot.com/-IfNt_KapoIk/X42TB4josXI/AAAAAAAAC7s/l8TLyu8HjpUVYgDzE6z0f2FcOcZrE64BQCLcBGAsYHQ/w886-h399/Saju%2BTanore%2B19-10-2020%2BChatri%2BOpohoron%2BMamlay%2BAtok%2BPhoto-1.jpg)
বেশ কিছুদিন আগে থেকে তানোর উপজেলার কলমা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ তার মেরামতের কাজ করছিলো। গত শুক্রবার তানোর উপজেলার একটি গ্রামের জৈনক মৃত ব্যাক্তির মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রীকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়।
শনিবার ভিক্টিমের মা বাদি হয়ে তানোর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার কাজাইকাটা গ্রামের মৃত আলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ভিক্টিমকে উদ্ধার ও অপহরণকারী শরিফুলকে গ্রেপ্তার করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অপহরণ মামলায় গ্রেপ্তার শরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ভিক্টিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।