তালন্দ ইউনিয়নে আ’লীগের নির্বাচনী বর্ধিত সভা


তানোর প্রতিনিধি : তানোরে তালন্দ ইউনিয়নে আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তালন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। 

তালন্দ ইউনিয়ন আ’লীগ সভাপতি নাজিম উদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়অরম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা আ’লীগ সহ-সভাপতি তানোর পৌর সভা নির্বাচনে আ’লীগ সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল বাশার সুজন।

তালন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি রইস উদ্দিন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত নির্বঅচনী বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’লীগ সহ-সভাপতি শরিফ খান, তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল শাহা, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, তানোর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু প্রমুখ।

এসময় ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, সৈনিকলীগ, মহিলালীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।