স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের ১৪ জন বসুন্ধরা কিংসের। কিন্তু চোট থেকে সেরে ওঠা তিন ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি দেয়নি ক্লাব। তারা হলেন- মতিন মিয়া, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ।
বাকি ১১ জন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র তত্ত্বাবধানে অনুশীলন করবেন। জানা গেছে, বসুন্ধরা কিংস আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছিল, তাদের চোট কাটিয়ে ওঠা ফুটবলারদের আগস্টের মাঝামাঝিতে ক্যাম্পে ডাকবে।
সেপ্টেম্বরে তারা এএফসি কাপে নিজেদের পরের পাঁচ ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবে। গত ১১ মার্চ এএফসিতে অভিষেক ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।