তেরোখাদিয়া আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন


প্রেস বিজ্ঞপ্তি: তেরোখাদিয়া সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের আওতাধীন বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে তেরোখাদিয়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃক্ষরোপণের পর আবাসিক প্লট সাইটটি ঘুরে দেখেন মেয়র।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশন। কর্মসূচির আওতায় ৪০০টি ফলজ, ভেষজ ও বনজ গাছ লাগানো হয়।বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক সুমন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কাউসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, স্টাফ অফিসার রাসেল মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এবিএম হাবিবুল্লাহ ডলারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।