দুর্গাপুরে ইউপি. চেয়ারম্যানকে আট রেখে লাঞ্চিত অভিযোগ


দূর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুরে পাওনা টাকা না দেওয়ায় আফসার আলী নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক রেখে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। দুর্গাপুর উপজেলার ২ নং কিশমতগনকৈড় ইউপি চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আফসার আলী।

সোমবার ২ ( আগষ্ট) সকাল ১১ টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর বাজারে শাহীন মিষ্টান্ন ভান্ডার নামে এক দোকানে।

জানা গেছে, চেয়ারম্যান আফসার আলী বাড়ি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন আলীপুর বাজারে পৌঁছাতেই কালাম নামে এক ব্যক্তি চেয়ারম্যানের মোটর সাইকেলের গতি রোধ করে দাড়ান এবং গাড়ি থেকে নামিয়ে একটি দোকানে নিয়ে যায়।

দোকানে নিয়ে কালাম নামে ঐ ব্যক্তি পুকুর সংক্রান্ত জের ধরে পাওনা প্রায় ৮৫ হাজার টাকা দাবি করেন ইউপি চেয়ারম্যানের কাছে।

চেয়ারম্যান সেখানে থেকে যেতে চাইলে তাকে না যেতে দিয়ে সেই দোকানে আটকে রেখে কালাম নামে এক ব্যক্তি চেয়ারম্যানকে বলে আমার পাওনা টাকাগুলা দিয়ে এখান থেকে তারপর যান।

পরে দুর্গাপুর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে সেখান থেকে উদ্ধার করে।

আটকে রাখার বিষয়টি অস্বীকার করে মোঃ আবু কালাম বলেন, আমি চেয়ারম্যানের নিকট হতে ৮৫ হাজার টাকা পাবো,সেটি তিনি না দিয়ে নানান টালবাহানা করে আসছিলেন। আমি উনাকে আমার পাওনা টাকাগুলো কবে দিবেন সেটি শোনার জন্য দোকানঘরে বসিয়ে রেখেছিলাম ।

ইউপি চেয়ারম্যান মোঃ আফসার আলী বলেন, আমার দুর্গাপুর উপজেলায় মিটিং ছিলো ইউনিয়ন পরিশোধ থেকে আলীপুর বাজারে আসলে আমাকে জোর করে আটকে রাখে আলীপুর গ্রামের কালাম ও তার সহযোগীরা আমার সাথে দূর্বব্যবহার করেছে বলে জানান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলজার হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে উভয়পক্ষেকে থানায় আসতে বলেছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন,বিষয়টি শুনেছি, এটি ভুলবোঝাবুঝি মাত্র বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যার দেখবেন।