দুর্গাপুরে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের সাথে আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার পুঠিয়া সার্কেল (এএসপি) ইমরুল জাকারিয়া , দুর্গাপুর থানা অফিসার ইনর্চাজ হাশমত আলী ও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দিতাকারী চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত মহিলা প্রার্থীগন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন আসন্ন ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য সকল সরকারী কর্মকর্তা, প্রিজাইডিংঅফিসার,আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীগনের নিকট সহযোগিতার আহবান জানান।

ভোট গ্রহনে কেউ হুমকি-দামকি দিয়ে বিশৃংখলা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করার চেষ্ঠা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।# মশিউর রহমান দুর্গাপুর রাজশাহী।