দূর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর ঝালুকা মাঝার পাড়া গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে বাবলু নামের এক ব্যক্তিকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক নিজেই ফেঁসে গেছেন। ফেঁসে যাওয়া ওই যুবকের নাম রাজু আহম্মেদ (২৫) তিনি ওই গ্রামের গোলাম মুস্তার ছেলে।
গত শনিবার গভীর রাতে এই এঘটনাটি ঘটে। রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অস্ত্র ও মাদকসহ রাজু আহম্মেদকে আটক করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবলু ও রাজুর পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্তের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পরিকল্পিত ভাবে রাজু আহম্মেদ দেশীয় ওয়ান সুটার গান নামের একটি আগ্নিঅস্ত্র ও ৬৮ পিচ ইয়াবা দিয়ে প্রতিপক্ষ বাবলুকে ফাঁসানোর জন্য তাঁর বাড়িতে রেখে আসে।
পরে তিনি নিজেই ডিবি পুলিশকে খবর দেন বাবলুর বাড়িতে অস্ত্র ও ইয়াবা আছে বলে। সেই খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যায়। এসময় রাজুর কথায় সন্দেহ হলে তাঁরা বুঝতে পারেন এটি একটি পরিকল্পিত ঘটনা, তারি সাজানো নাটক। পরে অস্ত্র ও ইয়াবাসহ ওই নাটকের মুলহোতা রাজুকে আটক করে জেলা ডিবি পুলিশ। এবিষয়ে দুর্গাপুর থানা (ওসি) খুরশিদা বানু কনা জানান, ডিবি পুলিশের হাতে একজন আগ্নি অস্ত্র ও ইয়াবাসহ আটক হয়েছে।
বর্তমানে সে ডিবি কার্যালয়ে আছে। এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশকতৃক রাজু নামের এক যুবকে আগ্নিঅস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়েছে।