দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ফ্রিজ ছিনতাইয়ের অভিযোগে কলেজ শিক্ষক সহ তিনজনকে আটক করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়ামাজমপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটকের পর সন্ধ্যায় সমঝোতায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের।
আটককৃতরা হলেন, কয়ামাজমপুর গ্রামের বাসিন্দা ও সালেহা ইমারত ডিগ্রী কলেজের প্রভাষক আলিফ আলী, শিমুল ও রৈপাড়া গ্রামের তুষার। জানা গেছে, রোববার সকালে উপজেলার হাটকানপাড়া বাজারের মানিক নামের এক ব্যক্তির শোরুম থেকে ভ্যানগাড়ি যোগে ২০টি ফ্রিজ বাগমারার তাহেরপুর বাজারে আলম নামের এক ব্যক্তির শোরুমে পাঠানো হচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কয়ামাজমপুর এলাকায় আলিফ সহ ৬/৭ জন ভয় দেখিয়ে ভ্যানসহ ২০টি ফ্রিজ ছিনতাই করে স্থানীয় রাকিবের বাড়িতে রাখে।
পরে পুলিশ খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজ শিক্ষক আলিফ সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। সেই সাথে ছিনতাই হওয়া ফ্রিজ গুলো উদ্ধার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, ফ্রিজ ক্রয় বিক্রয় নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিলো। এঘটনায় উভয়দের নিয়ে সমঝোতা করা হয়েছে।