দুর্গাপুরে ব্র্যাকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, দূর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর ব্র্যাকের আয়োজনে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার সময়ে উপজেলা পরিশোদের সামনে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্গাপুরে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবসে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিশোধের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিশোধের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, মহিলা মেম্বার মোছাঃ কহিনু,

মানববন্ধন বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা ছিলেন, দুর্গাপুর ব্র্যাক এসিস্ট্যান্ট অফিসার সেল্প (SELP) মোছাঃ রুপালি খাতুন।