দুর্গাপুরে শরিফুজ্জামান বিশাল ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত  


দুর্গাপুর  প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ ১৪ হাজার ৭৪১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মজিদকে ভোটের ব্যবধানে পেছনে ফেলে প্রথমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রভাষক শরিফুজ্জামান শরিফ।
এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিওউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মণ্ডল। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ফিরোজ তালা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৫১ ভোট। ৪ হাজার ৪৮৩ ভোটের ব্যবধানে আব্দুল কাদের মন্ডল নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আব্দুল কাদের।
অপরদিকে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কহিনুর বেগম কলস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৬ ভোট। ৫৬১ ভোট বেশি পেয়ে বানেছা বেগম টানা চতুর্থবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দুর্গাপুর উপজেলার একটি পৌরসভা ও ৭ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ৬৭টি। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পেয়ে রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ছাড়াও উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।
দুর্গাপুর উপজেলায় এবার হালনাগাদ সহ মোট ভোটার ছিলো এক লাখ ৫৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন একজন।
এদিকে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা শরিফুজ্জামান শরিফকে অভিনন্দন জানিয়েছেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।