দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। প্রতিদিনই নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান।
গণসংযোগের অংশ হিসেবে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়নের আলীপুর বাজার, নান্দিগ্রাম বাজার, গোপালপুর বাজার, পুরানতাহেরপুর, পালশাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ঈগল প্রতীকে ভোট ও দোয়া চান ওবায়দুর রহমান।
গণসংযোগকালে বিভিন্ন হাট বাজারে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগ শেষে শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে ওবায়দুর রহমান বলেন, আমি আশাকরি আপনারা বিচার বিবেচনা করে আগামী ৭ জানুয়ারি সারাদিন ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হক নাসিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমূখ।