দুর্গাপুর প্রতিনিধি: রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে বাজেট সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ।
প্রস্তাবিত বাজেটে ২০২০-২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৯৪৩ টাকা। যা ২০১৯-২০ অর্থ বছরে ছিলো এক কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৬৫৭ দশমিক ৯৪ টাকা।