
ভারতের মণিপুর রাজ্যে দুর্বৃত্তদের গুলিতে স্ত্রী, ছেলেসহ ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে মণিপুরের মিয়ানমার সীমান্তবর্তী চূরাচন্দপুর জেলার একটি এলাকায় দুর্বৃত্তরা গুলি করে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেলসহ আরও তিন ভারতীয় সেনাকে হত্যা করে।

কয়েক বছরের মধ্যে মণিপুরে এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির খবরে।