দূর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুরে র্যাব অভিযান চালিয়ে গাঁজাসহ জিল্লু মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
জানাগেছে, র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক জিল্লু মিয়া উপজেলার নান্দোপাড়া গ্রামের মুনসুর প্রাংমানিকের ছেলে।
এই ঘটনায় তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব-৫।