দেশের ২০৮ উপজেলা-ইউপিতে ভোট চলছে


দেশের ২০৮ টি ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

এরমধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টি বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও ৮টিতে উপনির্বাচন, ৭টি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছে।

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট যানবাহনের ওপরও রয়েছে বিধিনিষেধ।

ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচনী এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ ৮টি জেলার ১৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। এগুলো হলো- রংপুর সদর উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩টিতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুরের মধুখালী উপজেলার ২টিতে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, ভোলার লালমোহন উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইউপিতে ভোট চলছে।

যে ৯ উপজেলায় ভোট চলছে সেগুলো হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নিবার্চন চলছে।

একইদিন দেশের ৭টি জেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রয়েছে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান পদে এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে ভোট চলছে।