দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রতিনিধি ( সাংবাদিক ) নিয়োগ চলছে

প্রতিনিধি নিয়োগ চলছে,,, দেশের সকল জেলা, থানা/উপজেলা, বিশ্ববিদ্যালয় এবং প্রবাসী পর্যায়ে “ দৈনিক রাজশাহী প্রতিদিন” পত্রিকায় সংবাদ প্রতিনিধি ( সাংবাদিক ) নিয়োগ চলছে।

নিয়োগ দেয়া হবে- *জেলা প্রতিনিধি *থানা/উপজেলা প্রতিনিধি *বিশ্ববিদ্যালয়/ক্যাম্পাস প্রতিনিধি ।

 

সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নিয়ম:-

 

 

১। ছবিসহ আপনার নিজের ই-মেইল থেকে অনলাইনে সিভি/জীবন-বৃত্তান্ত পাঠাতে হবে । সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত ই-মেইল থেকে পাঠাতে হবে । কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলে রিপ্লাই দেয়া হবে । [newsrajshahipratidin@gmail.com]

২। সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ন্যাশনাল আইডি কার্ড ( স্মার্ট আইডি কার্ড ) , সর্বশেষ অর্জিত সার্টিফিকেট/মার্কশিট । অভিজ্ঞতার সনদ থাকলে তা সাথে দিতে হবে ।

৩। আপনি যে জেলা বা উপজেলায় অবস্থান করেন সেই এলাকার জন্য আবেদন করবেন।

৪। পরিশ্রমী, মেধাবী, আগ্রহী, অভিজ্ঞ, শিক্ষক ও নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।

৫। নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

৬। নিউজের ছবি অথবা নিউজের সাথে ভিডিও পাঠাতে পারবেন।

৭। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করার পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে।

৮। আবেদন করার ৫ দিনের মধ্যে যাচাই-বাছাই করে সংবাদ প্রতিনিধি ( সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কিনা তা নিশ্চিত করা হবে।

০৯। শিক্ষাগত যোগ্যতার সনদ ফটোকপি দিতে হবে।

১০। আবেদনপত্রে বা সিভি তে আপনার সার্বক্ষণিক চালু থাকে এমন একটি মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

১১। চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত সংবাদ কর্মীদের আইডি কার্ড প্রদান করা হবে।

১২। পত্রিকার আইডি কার্ড প্রদর্শন করে কোন প্রকার অনৈতিক বা রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে তাকে পত্রিকা থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোনরুপ ছাড় দেওয়া হবে না।

 

বি:দ্র: ‘দৈনিক রাজশাহী প্রতিদিন’ পত্রিকা কোন গ্রুপ অব কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব অর্থায়নে পত্রিকা পরিচালিত হয়। তাই ‘দৈনিক রাজশাহী প্রতিদিন’ পত্রিকা কে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।

 

বিস্তারিত জানতে পত্রিকা ভিজিট করুন:www.rajshahipratidin.com

নিয়মিত সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

প্রকাশক ও সম্পাদক: মোবা: ০১৭১১০০০২৯৬
Send CV:newsrajshahipratidin@gmail.com
Website:www.rajshahipratidin.com

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ
নিবাহী সম্পাদক : অজয় ঘোষ
কার্যালয়ঃ পূবালী মার্কেট (২য় তলা), শিরোইল, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৯-৩৮২৯৩৮, ০১৭৪৪-৭২১৮৩৭
ই-মেইলঃ newsrajshahipratidin@gmail.com