দ্বিতীয় জয়ের খোঁজে সিডনিতে বাংলাদেশ দল


সাকিব আল হাসানের সঙ্গে আফিফ হোসেন। ছবি : সংগৃহীত

প্রথম জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘বি’ তে আছে সবার শীর্ষে রয়েছে। এবার সাকিব আল হাসানদের চোখ দ্বিতীয় জয়ে। সেই লক্ষ্যে হোর্বাট থেকে সিডনিতে পৌঁছেছে লাল-সবুজের দল।

আগামী ২৭ সেপ্টেম্বর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ডাচদের বিপক্ষে জয়ে ফেরায় স্বস্তি ফিরিছে বাংলাদেশ শিবিরে। যে জয়ের জন্য দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে সেই জয় এসেছে হোবার্টে। তাই স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া বইছে ক্রিকেটারদের মাঝে।

এই স্বস্তি নিয়ে আজ মঙ্গলবার হোবার্ট থেকে সিডনিতে যায় বাংলাদেশ দল। এ সময় অধিনায়ক সাকিব আল হাসান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ সকলকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়। ২৭ সেপ্টেম্বর প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় জয় পেলে এই হাসির রেখা আরও প্রসারিত হবে দল ও দেশের মানুষের।

বাংলাদেশ শিবিরে স্বস্তি হলেও দক্ষিণ আফ্রিকা আছে বিপরীত মেরুতে। গতকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়ার বদলে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে তাদের। এতে বাংলাদেশের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে। এখন প্রোটিয়াদের বিপক্ষে জয় পেলে সেমির পথে এগিয়ে যাবে অনেক দূর।

এক ম্যাচ শেষে গ্রুপ ২ এ ২ পয়েন্ট ও ০.৪৫০ রান রেট নিয়ে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে ০.০৫০ রান রেটে দ্বিতীয় অবস্থানে ভারত। এছাড়া ১ পয়েন্ট নিয়ে তিনে জিম্বাবুয়ে ও চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা।