প্রেস বিজ্ঞপ্তিঃ চলতি বছরের শেষ নাগাদ জেলা পরিষদের নিজেস্ব ভবন হস্তান্তর করবে ঠিকাদার প্রতিষ্ঠান মীম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ। এ লক্ষ্যে দ্রুত গতিতে ভবন নির্মান কাজ করে চলেছে ঠিকাদরি প্রতিষ্ঠানটি। ভবনের বাইরের অবকাঠামো নির্মান কাজ শেষে এখন ভিতরের দেওয়াল নির্মানের কাজ করছে প্রতিষ্ঠানটি।
মীম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল কাজ শেষে করে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের মোহাম্মদ আলী সরকারের কাছে ভবন হস্তান্তর করবে। জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মেয়াদকালে রাজশাহী কোর্ট চত্বরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের নিজস্ব বহুতল ভবনটি নির্মানের কাজ শুরু হয়।