রাবি সংবাদদাতাঃ দেশে অব্যাহত ধর্ষণসহ নারীর প্রতি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, একটি দেশে যখন সংঘবদ্ধ ধর্ষণ সংঘটিত হয় তখন বোঝা যায় অপরাধের মাত্রা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আজ দেশের কোনো স্থানে নারীরা নিরাপদ নয়। সব জায়গায় তাদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। এটি একটি ভয়াবহ সামাজিক সমস্যা। তাই এর বিরুদ্ধে সকল শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, শুধু ধর্ষণকারীকে নয় এদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এ সময় ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড সাজা রেখে অধ্যাদেশ জারির জন্য সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক সায়েদুজ্জামান মিলন, সদস্য অধ্যাপক রেজাউল করিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শুভ্রা রানী চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান,ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুন রশীদ।
এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।