ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবে ঘরবন্দি মানুষ পড়েছেন খাদ্য সংকটে। এমন মুহুর্তে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১১ মে সোমবার ধামইরহাট সমাজসেবা কার্যালয়ের সামনে ২’শ জন প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, তৈল, লবন, পিয়াজ ও ১টি সাবান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা অফিসার সোহেল রানা জানান, ১ সপ্তাহ পূর্বে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আরও ৬৪ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।