নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মওসুমে প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার ডালবীজ হিসেবে মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ ডালবীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ডালবীজ ও সার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ বিভাগ নওগাঁর উপপরিচালক মো.শামসুল ওয়াদুদ। প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ,১০ কেজি ডিওপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এএফএম গোলাম ফারুক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (কৃষি) ড. রবি আহ নুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বিসিআইসি সার ডিলার আলহাজ্ব মো.কামরুজ্জামান প্রমুখ।