ধামইরহাটে ভাসুরের লালসার শিকার ছোট ভাইয়ের বউ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভাসুরের লালসার শিকার হয়েছেন ছোট ভাইয়ের স্ত্রী। উপজেলা মড়ইশড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরের খাবার খেয়ে গরু চড়ানোর জন্য মইশড় গ্রামের জৈনক ব্যক্তির স্ত্রী (১৯) বাড়ীতে রেখে মাঠে যান।

 

এ সময় একই বাড়ীকে সকলের বসবাস হওয়ার সুবাদে ভাসুর রুবেল হোসেন (২৮) রুহুল আমিনের স্ত্রীর ঘরে প্রবেশ করে জাপটে ধরে। এ সময় ভিকটিমের মুখ চেপে ধরে ঘরের দরজা লাগিয়ে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ করে লম্পট রুবেল হোসেন। ভিকটিমের চিৎকার শুনে মেঝো ভাসুরের স্ত্রী জাকিয়া সুলতানা এগিয়ে আসলে লম্পট রুবেল ঘরের তালার ফাক দিয়ে পালিয়ে যায়।

রাতে ঘটনার বিষয়টি তার স্বামীকে জানালে মামলার সিদ্ধান্ত নেয়া কালে স্থানীয়রা আপোষ-মিমাংসা চেষ্টার করে। ১৭ নভেম্বর স্থানীয় মিথ্যে আশ্বাস উপেক্ষা করে ভিকটিম তার স্বামী রুহুল আমিনকে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভিকটমের স্বামী রুহুল আমিন জানান, ধর্ষনকারী আমার বড় ভাই এটা ভাবতে অবাক লাগছে, আমি তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, বিষয়টি থানা পুলিশ অবগত নয় বা কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।