‘ধোনি আরও কয়েক বছর খেলতে পারেন’


মহেন্দ্র সিং ধোনি। ছবি : এএফপি

বয়স ৪৩ চলছে। চলতি আসরে অনেকটা অনুরোধেই খেলছেন আইপিএল। মহেন্দ্র সিং ধোনির এটিই সম্ভাব্য শেষ আসর। এরপর তুলে রাখবেন ব্যাট আর গ্লাভস। তবে, এই বয়সেও মাঠে দাপট দেখিয়ে চলেছেন ক্যাপ্টেন কুল। ব্যাটিংয়ে আগ্রাসনের সঙ্গে মাঠে চিরাচরিত ঠান্ডা মেজাজে মনেই হয় ধোনি আর মাঠে নামবেন না। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিও মনে করেন, ধোনি আরও কয়েক বছর খেলতে পারবেন।

চেন্নাই সুপার কিংস একে অপরের সমার্থক। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে চাপান ধোনি। ১৭ বছর ধরে একই জামায় নিজেকে জড়িয়ে রেখেছেন। চেন্নাইকে জিতিয়েছেন যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা। কেবল চেন্নাইয়েই নয়, ক্যাপ্টেন কুল ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ‍অধিনায়ক। তার নেতৃত্বে দুই সংস্করণে বিশ্বকাপ জিতেছে ভারত। জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি।

খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে ধোনির জুড়ি মেলা ভার। হারিয়ে যেতে বসা মুস্তাফিজুর রহমান যেমন এবারের আইপিএলে খুঁজে পেয়েছেন নিজেকে। যার অনেকখানি কৃতিত্ব ধোনির।