‘ধ্বংসের এই খবর আমার বুকটা ফাঁকা করে দিয়েছে’


রাপ্র ডেস্ক: বিধ্বংসী আম্পানে তছনছ পশ্চিম বাংলা৷ চারদিকে পানি, বিদ্যুত্‍, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য হাহাকার৷ আম্পানের তাণ্ডবে রাজ্যে মৃত বাড়ছে লাফিয়ে৷ এখনও পর্যন্ত আম্পানে মৃতের সংখ্যা ৮৬৷ পশ্চিমবঙ্গ ও ওডিশার বিপর্যয়ে সমবেদনা জানালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান৷

শুক্রবার ট্যুইটারে শাহরুখ লিখেছেন, ‘বিধ্বংসী সাইক্লোন আম্পানে বিপর্যস্ত বাংলা ও ওড়িশা৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক৷ সাইক্লোন কবলিত মানুষগুলির প্রতি আমার ভালোবাসা ও সমবেদনা৷ ধ্বংসের এই খবর আমার বুকটা ফাঁকা করে দিয়েছে৷ ওরা প্রত্যেকে আমার আপন৷ আমার পরিবারের মতো৷ যতক্ষণ আমরা সবাই মিলে আবার হেসে উঠছি, ততক্ষণ আমাদের শক্ত থাকতে হবে এই কঠিন সময়ে৷’

ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়েছে৷ এ দিন ভারতের প্রধানমন্ত্রী, কলকাতার মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হেলিকপ্টারে পরিদর্শন করেছেন সাইক্লোন কবলিত এলাকা৷ প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যেরও ঘোষণা করেছেন৷

পরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী বলেন, ‘জরুরি তহবিল বাবদ প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন৷ কিন্তু এটা অগ্রিম বাবদ দেওয়া হবে নাকি প্যাকেজ হিসেবে, উনি তা স্পষ্ট করেননি৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এটি অগ্রিমও হতে পারে৷ আমি বলেছি, কতটা অর্থ দেবেন আপনি সিদ্ধান্ত নিন, ক্ষয়ক্ষতির হিসেব আমরা দিয়ে দেব৷’