
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, আল আমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবরচাপা বাজার এলাকা হতে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিনকে গ্রেফতার করে।
আটকের পর আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ট্যাপেন্টডাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। বদলগাছী থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, আটক আসামীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।