নওগাঁয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজলোর ৫নং বিশা ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আত্রাই উপজলো চত্বরের সামনে উপজলো আওয়ামীলীগের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ও মানব বন্ধনে আত্রাই উপজলো আওয়ামীলীগের সভাপতি নীপেন্দ্রনাথ দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখনে উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মস্তাফা বাদল, সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনকি সম্পাদক নাহিদ ইসলাম, মহিলা আওয়ামীলীগের নেত্রী জাহেদা খাতুন, বিশা ইউনয়িনের ইউপি সদস্য কামরুজ্জমানসহ অন্যান্য নেতার্কর্মীরাসহ প্রমুখ।

এ সময় বক্তারা সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং এই হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে ও মানব বন্ধনে আত্রাই উপজলো আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কমী এবং বিশা ইউনয়িনের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধকি মানুষ উপস্থিত ছিলেন।