নওগাঁয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেল নিয়োগের দাবীতে মানব বন্ধন


নওগাঁ প্রতিনিধি: উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে চুড়ান্ত ফলাফলে সকল প্রকার কোটা ও সরকারী সকল বিধি বিধান না মানায় পদ বি ত প্রার্থীদের প্যানেল নিয়োগের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে জেলার পদ বি ত প্রার্থীরা। আজ বুধবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্যের স্বীকার ও পদ বি ত জেলা কমিটির আহবায়ক রাজু আহমেদ, যুগ্ম আহমেদ আবু জাফর ও সামসুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশ গ্রহনকারীদেরকে ১১তম গ্রেডের এবং সকল প্রকার কোটা ও সরকারী সকল বিধি বিধান মানা হবে। কিন্তু কোন কোটা মানা হয়নি।

প্রতিটি জেলায় প্যানেল নিয়োগ না দিয়ে বৈষম্যের স্বীকার করেছেন। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ বৈষম্যের স্বীকার না করে প্রতিটি জেলায় কোটা ভিত্তিক প্যানেল নিয়োগের দাবী জানান। পরে প্রধান মন্ত্রীর নিকট জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।