নওগাঁয় এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবীতে মানব বন্ধন


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলিমারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে জেলার পরীক্ষায় উর্ত্তীর্ন শিক্ষানবিশবৃন্দরা। 

মঙ্গলবার সকালে শহরের উকিলপাড়ায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিটির আহবায়ক শামীমুর রেজা রনি, যুগ্ম আহবায়ক রানা হোসেন ও আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ন হয়েও এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারি নাই। প্রতি বছর বাংলাদেশ বার কাউন্সিল থেকে তালিকাভুক্তি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। কেহ কেহ ৮/১০ বছর ধরেও পাশ করে বসে আছে।

এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারে নাই। অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশু দৃষ্টি কামনা করছেন তারা।