নওগাঁয় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫০তম সুবর্ন জয়ন্তী পালিত


নওগাঁ প্রতিনিধিঃ  “নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি“ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পতাকা ও আইডিইবির পতাকা, বন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় গন প্রকৌশল দিবস ও আইডিইবির ৫০তম সুবর্ন জয়ন্তী পালিত হয়েছে।

 

রবিবার সকালে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আইডিইবি নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

জাতীয় ও আইডিইবির পতাকা উত্তোলন, বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী। আইডিইবির নওগাঁ জেলা শাখার সভাপতি একেএম নাজমুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ফেরাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন, অর্থ সম্পাদক নিজামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

 

পরে সেখানে এক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।