নওগাঁয় নতুন করে আরও ২২ জন করোনা শনাক্ত


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নতুন করে ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১২৮। মারা গেছেন ৪ জন। আজ সোমবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে নমুনা রিপোর্ট আসে। সেই রিপোর্টে ২২জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত রোগিরা বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সর্বমোট ৪ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ৩ হাজার ৮৬১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২২০ জনের করোনা সনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১২৯৬ জন।